আব্দুল কাদের রূপান্তর বাংলা ক্রাইম প্রতিবেদক —
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা দিন ধলিয়া মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২টি গাছ কেটে নিয়ে যায় স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি, গাছকাটার বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকের নজরে আসলে শিক্ষক তাদেরকে গাছ কাটতে নিষেধ করেন, শিক্ষক নিষেধ করায় তারা শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
অভিযোগের আলোকে জানা যায় যে গত ২৮ মে ২০২৩তারিখ সকাল আনুমানিক ৮.৩০ ঘটিকার সময় জনাব মোঃ আলমগীর পিতা মৃত আবুল হাসেম এবং মোঃ ফজলুল কাদের পিতা-মৃত আব্দুল সাত্তার সর্বদলীয় মুসলিমপাড়া এর নির্দেশে ৫/৭ জন লোক ধলিয়া মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানার ১২ টি গাছ (তুলা গাছ ছোট বড় নয়টি, চম্পা ফুল গাছ একটি, নিম গাছ দুইটি) কর্তন করে ওই সময় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মংসাচিং মারমা গাছ কর্তনে বাধা দিলে মাস্টার সাহেবকে শারীরিকভাবে আঘাত করতে তেড়ে আসে এবং বলে যে আমরা উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের নির্দেশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের জন্য গাছগুলো কর্তন করছি, মাস্টার সাহেব তখন তাদের বলেন আমার বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ হবে অথচ আমাকে কিছুই জানানো হয়নি আমার নিকট প্রাক্কলন এবং ডিজাইনের কোন কপিও দেওয়া হয়নি অথচ আপনারা এসে আমার বিদ্যালয়ের গাছ কর্তন করে ফেলেছেন এবং গর্ত খনন করে ফেললেন এটা কিভাবে সম্ভব , উক্ত কথা বলার পর গাছ কাটা ব্যাক্তিরা উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের ক্ষমতা কি কতটুকু আছে তা মাস্টার সাহেব হয়ত জানেননা বলে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন, ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক আরও বললেন আমার সাথে যে আচরণ করা হয়েছে সেটি সম্পূর্ণ অমানবিক, বিদ্যালয়ের উন্নয়নমূলক যেকোনো কাজ যদি হয় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে আমি তার একটি অর্ডার কপি পাবো, অথচ এক্ষেত্রে সম্পন্ন বিভিন্ন
বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ বন্ধ রাখার নির্দেশনা চেয়ে আবেদন করেছি, যতক্ষণ পর্যন্ত আমার নিকট বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয়
কাগজপত্রের কপি এবং সীমানার বৃক্ষ কর্তনের ব্যাপারে কর্তৃপক্ষের মাধ্যমে কোনো সুরাহা করা না হয় ততক্ষন পর্যন্ত কাজ বন্ধ রাখার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
