২৬ শে নভেম্বর শনিবার সকাল দশটায় ,একটি র্যালির মাধ্যমে, ও সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে, কলকাতা নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়। প্রায় দুই থেকে আড়াই হাজার ব্যাংক ফেডারেশনের সদস্যরা এই র্যালিতে পা মেলান, এরপর বেলা 11 টায় শ্রী দীনেশ খাড়া, হনিবেল চেয়ারম্যান ,স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুম্বাই ,এর উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানে শুভ সূচনা হয়, তাহার আগে একটি নৃত্যের মাধ্যমে মানুষের কাছে বার্তা পৌঁছে দিলেন তাদের অনুষ্ঠান সূচী, এবং অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ফেডারেশনের ৭৫ তম বর্ষ তাদের কর্মসূচির বার্তা সদস্যদের কাছে ছড়িয়ে দিলেন, প্রদীপ প্রজ্বলনের পর একে একে সকল অতিথিদের বরণ করেন নেন, বিভিন্ন দেশ থেকে আসা যে সকল অতিথি উপস্থিত ছিলেন, তাদের সকলকে উত্তরীয় ব্যাচ পরিয়ে, তাহাদের হাতি মোমেন্টো দিয়ে , এই অনুষ্ঠানে হল ছিল পরিপূর্ণ, উপস্থিত ছিলেন শ্রী দীনেশ খাড়া, হনিবেল চেয়ারম্যান ,স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুম্বাই,.. । সঞ্জীব কে বল দিলিস জেনারেল সেক্রেটারী ও কনভেনার ইউএফ বি ইউ…। ওম প্রকাশ মিশ্র, ডিএফ ডি এইচআর মুম্বাই ,স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,। শ্রী রঞ্জন গুপ্তা, সি জিএম, এইচআর,। অরুণ ভাগওলিওয়ান, প্রেসিডেন্ট ভোপাল…। মিস কৃষ্টি হফম্যান, জেনারেল সেক্রেটারী,,। আশীষ কুমার শর্মা, ট্রেজারার, এ আই এস বি আই এস এফ,।। রাজেন্দ্র কুমার আচারিয়া, রেজিওনাল সেক্রেটারি, এবং অন্যান্য সকল অতিথিবৃন্দ, সকল অতিথি বৃন্দের কাছ থেকে জানা যায় ,যে এই ফেডারেশন কিভাবে সদস্যদের পাশে আছেন, কিভাবে তারা সদস্যদের সমস্যার সমাধান করেন ,তারা বলেন অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন হল একটি অরাজনৈতিক সংস্থা ,যা অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান স্টাফ ফেডারেশন বংশগত ,দেশের প্রথম ব্যাংক কর্মচারী সংগঠন, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান স্টাফ অ্যাসোসিয়েশন ১৯২০ সালে গঠিত হয়েছিল, এমনকি ট্রেড ইউনিয়ন আইন ১৯২৬ গঠনের আগেও এবং পরে 1947 সালে ইম্পেরিয়াল ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকের যুগে। এই ফেডারেশন অস্তিত্বের বছরগুলিতে সর্বদা কর্মচারীদের কল্যাণ এবং সুবিধার জন্য কঠোরভাবে উন্নতি করছে, সদস্যদের যে কোন ধরনের শোষণের বিরুদ্ধে সর্বদা শক্ত হয়ে দাঁড়িয়েছে এবং তারা কর্মচারীদের পাশে রয়েছে, ব্যাংক কর্মীদের পরিষেবার উন্নতি এবং সমান কাজের জন্য ব্যাংক কর্মীদের প্রথম সর্বভারতীয় ধর্মঘট পালন করেছিল ,এই ধর্মঘট কর্মচারীদের চাঙ্গা করেছে,। বেতন স্কেল এবং পরিষেবার শর্তগুলির উপর প্রথম সার্কুলার জারি করে 2006 সালে আরো সর্বভারতীয় ধর্মঘট চালিয়েছিল, যা পারিবারিক পেনশন সংশোধনের দাবিতে 6 দিন ধরে এই ধর্মঘট চলেছিল, এছাড়াও আরো অন্যান্যভাবে কর্মীদের পাশে তারা কাজ করে চলেছেন বলে জানালেন ফেডারেশনের কর্মকর্তারা, সারা মঞ্চ উল্যাসে ফেটে পড়ে আজকের বক্তব্যে, ।। রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
