আজ সিটিজি টিভির চেয়ারম্যান আবিদা সুলতানার জন্মদিন

ডেক্স নিউজঃ আজ শনিবার ২৮ আগষ্ট সিটিজি টিভির চেয়ারম্যান আবিদা সুলতানা অভির শুভ জন্মদিন। তিনি জন্মদিনের প্রথমেই সৃষ্টিকর্তাকে স্মরণ করে বলেন, সকল প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহকে। যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হবার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ! ২৭ আগস্ট রাত ১২টা বাজার পর থেকেই আমার শ্রদ্ধেয় বড় ভাই-বোন, আত্মীয়-স্বজন, মা-বাবা, ছোট ভাই-বোন,, আমার সকল সাংবাদিকরা ও প্রান প্রিয় বন্ধুরা ফেসবুক, মেসেঞ্জার, টেক্সট, হোয়াটসঅ্যাপ, ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিনের বার্তাটি আনন্দের। আমার মতো একজন অতিক্ষুদ্র মানুষের জীবনে কাছেও তেমনই। দেশের বর্তমান করোনার মহামারীতে মানুষ আজ হতাশাগ্রস্থ।

ইনশাআল্লাহ দ্রুতই আমরা এই দূর্যোগ কাটিয়ে উঠবো। সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া ও আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কল্যাণে আমি আজ পৃথিবীর আলো দেখতে পারছি। আমি সবার কাছে দোয়া চাই। আমি অতিক্ষুদ্র মানুষ টা একদিন বৃহৎ হতে পারি আমার কর্মের মাধ্যমে। একজন কলম সৈনিক হিসেবে দেশের সেবা করতে পারি। আজ শৈশব, কৈশর আর অনেকটা সময় পেছনে ফেলে যৌবনে আমি। জীবন চলার বাঁকে জন্ম দিয়েছি কত রূপকথা, ছোট বড় গল্প আর নাটক। ছোট্ট একটা জীবনে কত ইতিহাসের সাক্ষী হয়ে আছি।! এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম । সেই জন্য আমি আমার সৃষ্টিকর্তা মহান রাব্বুল আল আমিনের কাছে দায়বদ্ধ। তিনি আমায় সৃষ্টি করেছেন তিনিই আমার রব।

পরিশেষে সবার কাছে বলতে চাই , আমার জন্য সবাই দোয়া করবেন। সিটিজি টিভির চেয়ারম্যান আবিদা সুলতানা অভি তার জন্মদিনে আরেকটি সুন্দর সংবাদ জানান। আর তা হলো, সিটিজি টিভির রেজিষ্ট্রেশন পেয়েছি যার নাম্বার ৫২৪৯৭৭/২০২১ সবার কাছে দোয়া চাইলাম যেনো এই চ্যানেল সবাই দেখতে পাই। আজকে জন্মদন উপলক্ষে দেশে বিদেশে সবাই ফেইসবুকে আমার ছবি দিয়ে আমাকে ফুলের শুভেচ্ছা জানালেন তাদের কে অভিনন্দন। আর আমার মা বারর জন্য রইল হাজার হাজার লাল গোলাপের শুভেচ্ছা। আমার ভাইদের প্রতি রইল কৃতজ্ঞতা। খুব শীঘ্রই আমরা স্যাটেলাইট চ্যানেলে যুক্ত হবো ইনশাল্লাহ। সবশেষে জন্মদিনের বিকেল পাঁচটায় কেক কাটা হয় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*