জামালপুরে ডায়মন্ড হোল সেলস্ ডিপোর উদ্বোধন

রুপান্তর বাংলা এম.এ রফিক–জামালপুর পৌর শহরে ডাকপাড়ায় ডায়মন্ড হোল সেলস্ ডিপোর শো-রুমের উদ্বোধন করা হয় মঙ্গলবার বিকালে। জানা যায় ডায়মন্ড ব্র্যান্ডের রিফ্রেজারেটর, এলইডি টেলিভিশন, রাইস কুকারসহ বিভিন্ন পন্য সামগ্রী ব্যাপক মার্কেটিং এর লক্ষ্যে জামালপুরে এই ডিপোর উদ্বোধন করা হয়। ডিপোর উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ ছানোয়ার হোসেন ছানু। অনুষ্ঠানে ৬নং ওয়ার্ড কাউন্সিলর নরুল হুদা লাভলু, ডায়মন্ড গ্রæপের এমডি আঃ মজিদ মামুন, সেলস ম্যানেজার মেরাজুল ইসলাম, আরএসএস সোলাইমান হোসাইন, ডিপো ডিলার ও মেসার্স মিথিলা ইলেকট্রনিক্সের প্রোঃ মোঃ আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুকে ডায়মন্ড গ্রæপের পক্ষ থেকে একটি এলইডি টেলিভিশন উপহার দেওয়া হয়।
ক্যাপশনঃ জামালপুরে ডায়মন্ড হোল সেলস্ ডিপোর উদ্বোধন অনুষ্ঠানে পৌর মেয়র মোঃ ছানোয়ার হোসেন ছানুকে এলইডি টেলিভিশন উপহার দিচ্ছেন ডায়মন্ড গ্রæপের কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*