জামালপুর সদর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সভাপতি-সম্পাদকের ফরম সংগ্রহ

জামালপুর থেকে এমএ রফিক রুপান্তর বাংলা
জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণার ফরম সংগ্রহ করেছেন সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা। মঙ্গলবার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদার ও শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিমের কাছ থেকে সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা ফরম সংগ্রহ করেন। এসময় সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলতাফ হোসেন লেবু সরকার। এছাড়া সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্তা, মো. হযরত আলী রিপন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান প্রদীপ ও যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক।উল্লেখ্য আগামী ১২নভেম্বর ঐতিহ্যবাহী সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ফরম সংগ্রহের আগে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল হোসেন। সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ও উপজেলা নেতৃবৃন্দদের নিয়ে মত বিনিময় সভা করেন। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
ক্যাপশনঃ জামালপুর সদর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সভাপতি-সম্পাদকের ফরম সংগ্রহ। উপজেলা চেয়ারম্যান আবুল হোসেনের মত বিনিময় সভার একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*