রুপান্তর বাংলা জয়পুরহাট প্রতিনিধিঃ—
জয়পুরহাটে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ ও সংশোধন আইন অমান্য করায় এক ইটভাটাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯জানুয়ারি) বিকেল ৪টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামীম হোসাইন নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ ও সংশোধন আইন অমান্য করায় এ মেসার্স হারুন এন্ড ব্রাদারস ব্রিকসকে এ জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামীম হোসাইন জানান,জয়পুরহাট সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনাকালে মেসার্স হারুন এন্ড ব্রাদারস ব্রিকস এর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ ও সংশোধন আইন অমান্য করায় ইটভাটা মালিকের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।