রুপান্তর বাংলা দিনাজপুর প্রতিনিধি ॥ প্রাণিসম্পদ মন্ত্রণালয় হতে ‘ডেইরি আইকন’ সম্মাননায় ভূষিত হয়েছেন দিনাজপুরের পাবনা সুইট এর স্বত্ত্বাধিকারী শ্যামল কুমার ঘোষ।
বিশ্ব দুধ দিবস উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ডেইরী আইকন সেলিব্রেশন-২০২৩ উপলক্ষ্যে ঢাকায় ক্যাটাগরি দুগ্ধ খামার ডেইরি ক্যাসেল হিসেবে সারাদেশে ৭ জনের মধ্যে তিনি শ্রেষ্ঠ খামারী হিসেবে ডেইরি আইকন-২০২২ সম্মাননায় ভূষিত হয়েছেন শ্যামল কুমার ঘোষ। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ডেইরি আইকন সম্মাননা হিসেবে ক্রেস্ট ও প্রাইজ মানি এক লক্ষ টাকা প্রদান করা হয়।
উল্লেখ্য শ্যামল কুমার ঘোষ নিজ উদ্যোগে বিরলে একটি আধুনিক মানসম্মত ডেইরি ফার্ম স্থাপন করে উত্তরবঙ্গের সমস্ত ডেইরি ফার্ম মালিকদের চোক খুলে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন ডেইরি ফার্ম একটি লাভজনক প্রতিষ্ঠান। দিনাজপুরবাসীর হৃদয় তিনি একজন শ্রেষ্ঠ ডেইরি আইকন হিসেবে থাকবেন। এছাড়া বাংলাদেশে মিস্টির জগতে তিনি আলোড়ন সৃষ্টি করেছেন। যা দেশে ও বিদেশে মিস্টি ভোজন মানুষরা বার বার মৌমাছির মত ছুটে আসে দিনাজপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পাবনা সুইটে।