তৌকির আহমেদ শাহীন , তারাকান্দা থেকেঃ ময়মনসিংহের তারাকান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনুর্ধ্ব-১৭) ২০২১ এর ফাইনাল ম্যাচে বিষকা ইউনিয়ন একাদশ বিজয়ী হয়েছে।সোমবার বিকেলে সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ খেলার মাঠে ৭ রামপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে বিষকা ইউনিয়ন একাদশ বিজয়ী হয়।
গত (২৮ মে) সারা দেশের ন্যায় আনুষ্ঠানিক ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, বালক(অনুর্ধ্ব-১৭) ২০২১ এর উদ্ধোধন করা হয়। ১০ টি দল খেলায় অংশ গ্রহণ করে বিষকা ইউনিয়ন একাদশ ও রামপুর ইউনিয়ন একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্টিত হয়। হযররত আলী তুষার খেলাটি পরিচালনা করেন। খেলা উপভোগ করতে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মাঠে উপস্থিত ছিলেন।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড.ফজলুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজাবে রহমত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, পরিচলনায় ছিলেন ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হযরত আলী তুষার, শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।