ময়মনসিংহ প্রতিনিধি ঃ দীর্ঘ ১০ বছর আইনী লড়াই শেষে আদালতের নির্দেশে নিজের জমির দখল বুঝে পেলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তালুদার গংরা। গত সোমবার আদালতের নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে জমি বুঝিয়ে দেয়া হয় তাকে।
জানাযায়, ময়মনসিংহ শহরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তালুকদার ২০০৭ সালে তিনিসহ তার ভায়রা ভাই মঞ্জুরুল হক তালুকদার ঈশ্বর গঞ্জের বাসিন্দা নয়ন স্বপনের নিকট থেকে তারাকান্দা উপজেলার গোপালপুর বাজার এলাকায় ২২ শতাংশ জমি সাবকাওলা দলিলমূলে ক্রয় করে ভোগদখল করে আসছিলেন।। পরবর্তীতে স্থানীয় প্রভাবশালী আবুল হোসেন উক্ত জমি বেআইনী ভাবে বেদখল করে নেয়। এব্যাপারে ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত ফুলপুর এ মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তালুকদার। দীর্ঘদিন আইনী লড়াই শেষে বিজ্ঞ আদালত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তালুকদার গংদের পক্ষে রায় প্রদান করেন। আদালতের নির্দেশে গত ২১/১১/২০২২ ইং তারিখে প্রশাসনের পক্ষথেকে তাকে জমি বুঝিয়ে দেয়া হয়। জমি দখল দেয়ার সময় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বিবাদী আবুল হোসেনের ৪পুত্র যথাক্রমে নান্টু, মিন্টু, জুয়েল ও রুবেল বাধার সৃষ্টি করে। কিন্তু বাধা উপেক্ষা করে প্রশাসন বেদখলকৃত জমি মুক্ত করে তাকে বুঝিয়ে দেন। এসময় বাদী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তালূকদাকে বিবাদীর লোকজন বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করে।
