দিনাজপুর প্রতিনিধি— দিনাজপুর ১৮ নং রেল গেট রেল কোয়ার্টার ঘেঁষে অবৈধভাবে ঘরে তুলেছে শাপলা ক্লাব বানায় ১৫ জানুয়ারি দোলন চাপা ভাঙে বিহারি শাহিন পিতা আগবর আলী ঠিকানা ক্লাব বের সাথে বাড়ি, তার নামে নাশকতা মামলা আছে, তার আরেক ভাই মোঃ জাহিদ পিতা আগবর আলী, হরতাল অবরোধে নাশকতা করায় পুলিশ গ্রেফতার করে জেলে পাঠায় ৩০/১০/২৩ তারিখে, আরেক জনের নাম শেখ ফারুক পিতা শেখ হিরু ঠিকানা ঔ নাসকতার ২২ নং আাসামি এরাই রেললাইন হরতাল অবরোধ জ্বালাও পোরাও এর কাজ করে আসছে, এই ক্লাবের কাজ হল মানুষের বাড়ি দখল করে দেয়া চাঁদা বাজি করা মাদক ব্যবসায়ীদের নিকট থেকে মাসোহারা নেওয়া
এবং ক্লাবের ভিতর বসে মদ গাঁজা ও ইয়াবা সেবন করা।
প্রশাসনের নিকট এলাকাবাসীর দাবি এদের অবৈধ ক্লাবটি উচ্ছেদ করলে এলাকার পরিবেশ ভালো হবে, এদের বেপারে ৮ নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনসুরুল হোসেন ডাবলু, ও সাবেক কাউন্সিলর কৃষক লীগের আহবায়ক মোঃ ফয়সাল হাবিব সুমন সজ অনেকেই বিষয়টি অবগত আছেন, তারা স্থানীয় প্রশাসন সহ রেলপথ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।