রুপান্তর বাংলা দিনাজপুর প্রতিনিধি // শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দিনাজপুর কোতয়ালী মহিলাদলের সভাপতি মোছাঃ সায়কা বেগমের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ।
বৃহস্পতিবার (৩১ মে-২০২৩) বাদ জোহর পুলহাট মাঝিপাড়া লিচুবাগান এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচীতে দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, নাজমা মসির, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা মহিলাদলের সভাপতি মিসেস জিনাত আরা, সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সহ-প্রচার সম্পাদক শরিফ জাকির হোসেন হিরা, দপ্তর সম্পাদক অধ্যাপক মোঃ আখতারুজ্জামান আখতার, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ফজলুর রশিদ ফজলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ূম উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে কোতয়ালী মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি জেসমিন সরকার, সহ-সভাপতি আফরোজা রহমান মালা, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা আক্তার, সাংগঠনিক সম্পাদক লাভলী বেগমসহ জেলা ও পৌর মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
