দেওয়ানগঞ্জ প্রতিনিধি ঃ ৩১ জানুয়ারি ইউপি নির্বাচনে আচরনবিধি না মানায় পাররামরামপুর ইউনিয়নের প্রার্থীদের নিকট থেকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নং পাররামরামপুর ইউনিয়নে আজ বিভিন্ন প্রার্থী আচরনবিধি না মানায় ইউনিয়ন পরিষদ নির্বাচন (আচরণ বিধিমালা), ২০১৬ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট অহনা জিন্নাত।
এ সময় উক্ত বিধিমালার বিভিন্ন বিধি ভঙ্গের দায়ে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি সাংবাদিকদের জানান আগামী ৩১ জানুয়ারী পাররামরামপুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ট সুন্দর করতে কেহ আচরনবিধি লংঙ্গন করলে কাওকে ছাড় দেয়া হবে না।