নওগাঁয় চলতি  ২০২০-২০২১ অর্থ বছরে  ৩২ ব্যাংকের ঋন বিতরণ লক্ষমাত্রার  একতৃতীয়াংশেরও কম

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় বিভিন্ন ব্যাংক ২০২০-২০২১ অর্থ বছরে কৃষি/পল্লী ঋণ কর্মসূচীর আওতায় ৩২টি ব্যাংকের অনুকুলে মোট ৪৩৪ কোটি ৭৯ লক্ষ ৮৮ হাজার টাকা বিতরনের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে। এর মধ্যে অক্টোবর’২০২০ মাসের মধ্যে ২৪টি ব্যাংক মোট ১০১ কোটি ১৩ লক্ষ ৩৯ হাজার টাকা বিতরন করেছে। লীড ব্যাংক জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জাহিদুর রহমান জানিয়েছেন ফসল উৎপাদন, কৃষি সেচ যন্ত্রপাতি, ডেইরী/গরু মোটা তাজাকরন, পোল্ট্রী, মৎস্য চাষ, কৃষি পণ্যের প্রক্রিয়া ও বাজারজাত করন, দারিদ্র বিমোচন কর্মসূচী এবং অন্যান্য কৃষি ক্ষেত্রে এসব ঋণ বিতরন রা হয়েছে।

লীড ব্যাংকের সুত্র মতে ব্যাংকওয়ারী ঋণের লক্ষ্যমাত্রা এবং অক্টোবর/২০২০ পর্যন্ত বিতরনের পরিমান হচ্ছে জনতা ব্যাংক লিঃ ২০ কোটি ২১ লক্ষ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরন করেছে ৪ কোটি ৩৯ লক্ষ ৭৯ হাজার টাকা। সোনালী ব্যাংক লিঃ ১২ কোটি ৪৯ লক্ষ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরন করেছে ২ কোটি ৯২ লক্ষ ৯০ হাজার টাকা। অগ্রণী ব্যাংক লিঃ ১৭ কোটি ৭৫ লক্ষ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরন করেছে ৩কোটি ৭০ লক্ষ ৪২ হাজার টাকা।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ২২৫ কোটি ৫৫ লক্ষ্য টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরন করেছে ৫৩ কোটি ১১ লক্ষ ৫১ হাজার টাকা, বিআরডিবি ১৮ কোটি ২১ লক্ষ ৫৩ হাজার টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরন করেছে ৬ কোটি ৮২ লক্ষ ৬১ হাজার টাকা। কর্মসংস্থান ব্যাংক ৬ কোটি ৮০ লক্ষ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৫ লক্ষ ৫০ হাজার টাকা। রুপালী ব্যাংক লিঃ ৫০ লক্ষ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৭ লক্ষ ৮৯ হাজার টাকা।

প্রাইম ব্যাংক ১০ লক্ষ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরন করেছে ১ লক্ষ ৫০ হাজার টাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ৫৪ কোটি ২৫ লক্ষ টাকা  লক্ষমাত্রার বিপরীতে বিতরন করেছে ৮ কোটি ৯৬ লক্ষ ১১ হাজার টাকা। মার্কেন্টাইল ব্যাংক লিঃ ৫ কোটি ৫০ লক্ষ টাকা লক্ষমাত্রার বিপরীতে বিতরন করেচে ৩ কোটি ৬৩ লক্ষ ৬০ হাজার টাকা। সাউথইষ্ট ব্যাংক লিঃ ১ কোটি ২৪ লক্ষ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরন করেছে ১ লক্ষ ২৪ হাজার টাকা।

আইএফআইসি ব্যাংক ৩ কোটি ৫০ লক্ষ টাকা লক্ষমাত্রার বিপরীতে বিতরন করেছে ২৫ লক্ষ টাকা। ইউসিবিএল ৯৫ লক্ষ টাকা লক্ষমাত্রার বিপরীতে বিতরন করেছে ১ কোটি ৬০ লক্ষ টাকা। যমুনা ব্যাংক লিঃ ২ কোটি ৬০ লক্ষ টাকা লক্ষমাত্রার বিপরীতে বিতরন করেছে ৯ লক্ষ টাকা। শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ ৬০ লক্ষ টাকা লক্ষমাত্রার বিপরীতে বিতরন করেছে ৬ লক্ষ ৮০ হাজার টাকা। উত্তরা ব্যাংক লিঃ ৭০ লক্ষ টাকা লক্ষমাত্রার বিপরীতে বিতরন করেছে ৫ লক্ষ ৫০ হাজার টাকা।

আল- আরাফা ইসলামী ব্যাংক ৬ কোটি টাকা লক্ষমাত্রার বিপরীতে বিতরন করেছে ৬৬ লক্ষ ২২ হাজার টাকা। ন্যাশনাল ব্যাংক লিঃ ৩৭ কোটি ৭০ লক্ষ টাকা লক্ষমাত্রার বিপরীতে বিতরন করেছে ৭ কোটি ১৯ লক্ষ ৪৫ হাজার টাকা। বিসিবি লিঃ ৩৫ লক্ষ টাকা লক্ষমাত্রার বিপরীতে বিতরন করেছে ২ লক্ষ টাকা। পুবালী ব্যাংক লিঃ ১ কোটি ৩২ লক্ষ টাকা লক্ষমাত্রার বিপরীতে বিতরন করেছে ৮৪ লক্ষ টাকা। এবি ব্যাংক লিঃ ৭৫ লক্ষ টাকা লক্ষমাত্রার বিপরীতে কোন অর্থ বিতরন করে নি।

ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ ৪ কোটি টাকা লক্ষমাত্রার বিপরীতে বিতরন করেছে ১ কোটি ৭৯ লক্ষ ৩৫ হাজার টাকা। এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিঃ ১০ লক্ষ টাকা, সিটি ব্যাংক লিঃ ৮০ লক্ষ টাকা ও প্রিমিয়িার ব্যাংক লিঃ ২ কোটি টাকা লক্ষমাত্রার বিপরীতে কোন অর্থ এখনও বিতরন করেনি। এক্সিম ব্যাংক লিঃ ৩ কোটি টাকা লক্ষমাত্রার বিপরীতে বিতরন করেছে ১ কোটি ৩৮ লক্ষ ৪৫ হাজার টাকা।

মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিঃ ৭৫ লক্ষ টাকা ও ডাচ বাংলা ব্যাংক লিঃ ১ কোটি ১০ লক্ষ টাকা লক্ষমাত্রার বিপরীতে কোন অর্থ বিতরন করে নি। এনসিসি ব্যাংক লিঃ ৮০ লক্ষ টাকা লক্ষমাত্রার বিপরীতে বিতরন করেছে ১০ লক্ষ টাকা। সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ ৩ কোটি ২০ লক্ষ টাকা লক্ষমাত্রার বিপরীতে বিরন করেছে ১ কোটি ৩৮ লক্ষ ৫ হাজার টাকা। ব্র্যাক ব্যাংক লিঃ ১ কোটি ২২ লক্ষ ৩৫ হাজার টাকা লক্ষমাত্রার বিপরীতে বিতরন করেছে ৩১ লক্ষ ৫০ হাজার টাকা। ব্যাংক এশিয়া লিঃ ৭৫ লক্ষ টাকা লক্ষমাত্রার বিপরীতে বিতরন করেছে ২৫ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*