নাইক্যছড়া দৃষ্টি নন্দন বৌদ্ধ বিহার, ভদন্ত খেমাচারা মহাথের মানবকল্যাণে সর্বদায় নিয়োজিত ছিলেন – দীপংকর তালুকদার এমপি।

মিন্টু কান্তি নাথ রাজস্থলী।–রাঙ্গামাটি জেলার  রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া নাইক্যছড়া আগাপাড়া দৃষ্টি নন্দন বৌদ্ধ বিহার উৎসর্গ অনুষ্ঠান কে ঘিরে তিন দিন ধরে চলছে মারমা, তংচঞ্চ্যা, বড়ুয়া সম্প্রদায়ের মিলন মেলা ।
বিহারের দায়ক দায়িকাদের উদ্যোগে আয়োজিত বাঙ্গালহালিয়া আগাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মায়ানমার সরকার কতৃর্ক  মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা উপাধি প্রাপ্ত, পরম পূজনীয় গুরুভান্তে উঃ খেমাচারা মহাথেরের ধর্মীয় প্রতিষ্ঠান নাইক্যছড়া আগা বৌদ্ধ বিহারের নবনির্মিত দ্বিতালা ভবন স্বর্ণ ক্যং নির্মান এবং ক্যং কম্পাউন্ট এর অব কাঠামো উন্নয়নে প্রায় দুই কোটি টাকার ব্যায়ে নির্মিত কাজ সম্পন্ন হয়ে গত তিন দিন ধরে চলমান উৎসর্গ অনুষ্ঠানে তিন পার্বত্য জেলাসহ চট্রগ্রাম ও ঢাকার বিভিন্ন এলাকার ধর্মীয় গুরু ও দায়ক -দায়িকাগণের বিভিন্ন ধর্মীয় পূজার মধ্যে দিয়ে শেষ হয়েছে।
আজ২৭শে ফেব্রুয়ারি সোমবার সকালে আয়োজিত সমাপনী অনুষ্ঠান নাইক্যছড়া আগা পাড়া বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়। ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভদন্ত নাগাওয়াইন্সা মহাথের,ভদন্ত ঞানাওয়াইন্সা মহাথের,ভদন্ত ডঃ সুবন্নালংকারা মহাথের,ভদন্ত আসাফা মহাথের,ভদন্ত সুমনা মহাথের,ভদন্ত ঞানুতারা মহাথের,ভদন্ত পামোক্ষা মহাথের,ভদন্ত পঞঞানন্দ মহাথের, প্রধান পূণ্যাথী ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, বিশেষ দায়ক ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,পুলক বড়ুয়া,উক্যচিং চৌধুরসহ তিন পার্বত্য জেলার ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষ, ভিক্ষু ও দায়ক-দায়িকাবৃন্দ। উৎসর্গ অনুষ্ঠানে বিহার অধ্যক্ষ ভদন্ত উঃ খেমাচারা মহাথের বলেন  জননেতা দীপংকর তালুকদার এমপি সু -দৃষ্টিতে  বিহারটি নির্মানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে ২০১৩ থেকে ২০১৯ই অর্থবছরে ৫৭ লক্ষ ৫০হাজার টাকা বরাদ্দ পেয়েছেন।বাকি টাকা তিন পার্বত্য জেলার সহ দেশ বিদেশের বেশ কয়েকজন দায়ক -দায়িকাগণের অনুদানে দৃষ্টি নন্দন স্বর্ণ ক্যং বিহার টি নির্মিত হয়েছে বলে জানান।তাই বিহার টি নির্মাণ কাজ সমাপ্ত করতে যে সমস্ত দায়ক -দায়িকাগণ সহযোগিতা করেছেন তাদের প্রতি তিন বার সাধুবাদ জানান। সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন ভদন্ত খেমাচারা মহাথের মানবকল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখেন। তাই ভান্তের পথ অনুসরণ করা এবং দান ও মহৎ কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*