রুপান্তর বাংলা দিনাজপুর প্রতিনিধি–দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকাসক্তি চিকিৎসা সহায়াতা ও পূর্বাসন কেন্দ্রে “তওবা” এর আয়োজনে অবহিতকরণ সভা ও মাদক সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
নেশাকে না বলুন ,সুস্থ সুন্দর জীবন গড়ুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ৩ মে সকাল ১১টায় ফুলবাড়ী গোলাম মোস্তোফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এই সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রভাষক হারুন উর-রশিদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন তওবা মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান ইমদাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।
প্রধান আলোচক হিসেবে মাদকের ক্ষতিকর বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্টার ন্যাশনাল সার্টিফাইট এডিকশন প্রফেশনাল ট্রেইনার ইকবাল হোসাইন।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লেমন,বিশিষ্ট্র ব্যবসায়ী রাজু কুমার গুপ্তা, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মাদকের ব্যাপারে সচেতন থেকে নিজ পরিবারের সদস্যদের খবর রাখার আহ্বান জানান।
বিশেষ করে মা-বাবার প্রতি ছেলে সন্তানদের খোঁজখবর রাখার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরো বলেন মাদকাসক্তিদের দূরে ঠেলে না দিয়ে তাদের খোঁজখবর নিয়ে,আদর ভালোবাসা দিয়ে মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে হবে।
এছাড়াও তওবা মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান ইমদাদ হোসেনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ও পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।