ফুলবাড়ীয়ায় ব্রীজ নির্মণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন এমপি 

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ ) প্রতিনিধি ঃ গতকাল রবিবার ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার কৈয়ারচালা নছর দোকান আরএইচডি  সাগরদিঘী জিসি সড়কে ১০.২০০ মিঃ চেইনেইজ ৫০মিঃ আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন সরকারি প্রতিশ্রুতি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন এমপি মহোদয়। সাংসদ তার বক্তব্যে বলেন নছর দোকান হইতে কালাদহ. শুশুতি রাজঘাট হয়ে র্বষা সিজনে পায়ে হেটে এনায়েপুর পর্যন্ত ১দিন সময় লেগে যেত এই জনর্দভূগ আমি নিজে দেখেছি ।

আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল উপজেলার কৈয়ারচালা নছর দোকান হইতে সাগরদিঘী পর্যন্ত সড়কটি পাকা করনের । বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানাই আমার দীর্ঘদিনের স্বপ্ন ও আপনাদের মনের আশা পূরন হওয়ার জন্য । সাংসদ আরো বলেন উন্নয়নের এই ধারাকে ব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্ত করে নৌকাকে শক্তি শালি করতে হবে । বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা তরুন ও যুবক নেতৃত্ব দিচ্ছেন তারা সিনিয়র ও পুরাতন নেতাদের শ্রদ্ধা ও মূল্যায়ন করবেন। ফলে দলটি সুসংগঠিত থাকবে। উপজেলা প্রকৌশলী মাহমুদ মুর্শেদ বলেন সড়ক পাকা করনের সাথেসাথে কৈয়ারচালা নছর দোকান আরএইচডি সাগরদিঘী জিসি সড়কে ১০.২০০ মিঃ চেইনেইজ ৫০মিঃ আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজ শুরু হয়েছে, শেষ হতে সময় লাগবে ১৪/১২/ ২০২২ পর্যন্ত ।

৪ কেটি ৮২ লক্ষ ১৩ হাজার ২শত ২৭ টাকা টাকার চুক্তির মূল্যে ব্রিজ নির্মাণ কাজ চলছে । দু পারের লক্ষাধিক জনসাধারণের স্বপ্নের প্রত্যাশার বাস্তবায়ন ঘটতে চলছে । ব্রিজটি নির্মাণ হলে সংশ্লিষ্ট এলাকার ব্যপক পরিবর্তন আশা করা যাচ্ছে । স্থানীয় কৃষি সহ অন্যান্য শিল্পতে সম্ভাবনাময় দার উন্মোচিত হবে । এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. ইমদাদুল হক সেলিম, সাবেক থানা ছাত্র লীগ সভাপতি হারুন অর রশিদ . এনায়েতপুর ইউ,পি, চেয়ারম্যান ও এনায়েতপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ বুলবুল হোসেন, কালাদহ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইমান আলী মাস্টার, সম্পাদক মোঃ নজরুল ইসলাম, এনায়েতপুর ১নং ওয়ার্ড আইউব আলী মাষ্টার , এনায়েতপুর ইউপির সাবেক চেয়ার ম্যান শফিকুল ইসলাম সেলিম এডভোকেট , আওয়ামীলীগ র্কমি মোঃ উজ্জল মিয়া প্রমূখ।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌদার দুর-দূরিয়া সড়কের ৭৪০০ মিটার চেইনেজে ছাগল ছেড়া খালের উপর ৬০ মিটার ব্রিজ নির্মাণ কাজ চলছে । ফলে খালের দু পারের লক্ষাধিক জনসাধারণের স্বপ্নের প্রত্যাশার বাস্তবায়ন ঘটতে চলছে ।

উপজেলার ফুলবাড়িয়া ও রাধাকানাই ইউনিয়নের সিমান্ত সড়কের এই ব্রিজটি এম আর আর আই ডি পি প্রকল্পের নামে ৩,৯১,১২,৬৯৬ টাকার প্রক্কলিত মূল্যে এবং ৩,৩৯,৯০,১০৩ টাকার চুক্তির মূল্যে সনামধন্য ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স লিঃ, – বি. এ. কে. কনস্ট্রাকশনের (জেভি) তত্বাবধানে চলতি বছরের গত ২৮ জানুয়ারী নির্মাণ কাজ শুরু হয় । যা আগামী ২৮ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে । ব্রিজটি নির্মাণ হলে সংশ্লিষ্ট এলাকার ব্যপক পরিবর্তন আশা করা যাচ্ছে । স্থানীয় কৃষি সহ অন্যান্য শিল্পতে সম্ভাবনাময় দার উন্মোচিত হবে । স্থানীয়রা বলছেন, “ব্রিজটি হলে তাদের চলাচলে ব্যপক
সুবিধা হবে, এখন চলাচলে খুবই কষ্ট পোহাতে হয়” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*