ময়মনসিংহ সিটি করপোরেশনের ৯ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ৫টি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি: ২৭ নভেম্বর। ময়মনসিংহ সিটি করপোরেশনের (এমসিসি) ২৬ নম্বর ওয়ার্ডে প্রায় সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের৫টি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মেয়রমোঃ ইকরামুল হক টিটু।শনিবার সকাল ১১টায় শিকারীকান্দা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৯ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কগুলোর উদ্বোধন করেন মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষম উন্নয়নে বিশ্বাসী। সিটি করপোরেশনের উন্নয়নে তিনি ১ হাজার ৫৮৫ কোটি টাকার প্রকল্প বরাদ্দ করেছেন। এ থেকে আমরা নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোতে বেশি বরাদ্দ দিয়েছি। আমরা এই ওয়ার্ডগুলোকে ঢেলে সাজাতে চাই। এই নতুন শব্দগুলোকে আমি মডেল শব্দ হিসেবে গড়ে তুলতে চাই।

মেয়র বলেন, নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার এখনও অবকাশ রয়েছে। এ জন্য তিনি সকলের
সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ঘর নির্মাণের পরিকল্পিত মানসিকতা এবং ড্রেন ও রাস্তার জন্য ছাড় ছাড়া কাঙ্খিত
পরিবর্তন সম্ভব নয়।

তিনি আরও বলেন, কোভিড পরিস্থিতি না তৈরি হলে এসব উন্নয়ন কাজ আগে শুরু করা সম্ভব হতো। ময়মনসিংহ শহরের
উন্নয়নে আরও কিছু উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এগুলো বাস্তবায়ন হলে পরিস্থিতির আরও পরিবর্তন হবে।
আজ উদ্বোধন করা রাস্তাগুলো হল: রেণু মহাজন বাড়ি থেকে রহিমের দোকান পর্যন্ত বিসি রোড, শিকারীকান্দা ফার্ম ফকিরবাড়ি মোড় থেকে আরসিসি রোড, বেরেরার পুল থেকে ফকিরবাড়ি মোড় পর্যন্ত আরসিসি রোড, ঝিগাতলা মোড় থেকে গফিবাড়ি মোড় পর্যন্ত আরসিসি ও বিসি রোড এবং বাদশা মাস্টারের বাড়ি পর্যন্ত বিসি রোড। রাস্তাটি. ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নয়ন প্রকল্পের আওতায় এসব সড়ক নির্মাণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম
শফিক||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*