মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
মুক্তাগাছায় ঘোষিত উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে আনন্দোলন অব্যাহত রেখেছেন পদ বঞ্চিত ও ত্যাগি নেতাকর্মীরা। প্রতিদিন কোনা না, কোনা এলাকায় কর্মী সমাবেশ, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচী পালন করছেন তারা। কর্মসূচীর আওতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বিক্ষাভ মিছিল,মানববন্ধন ও সড়ক অবরোধ করেন পদ বঞ্চিত ও ত্যাগি নেতাকর্মীরা। ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে মুক্তাগাছার স্থানীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্বা জনাতার মঞ্চের ব্যানারে মানববন্ধন ও কালো পতাকা হাতে নিয়ে সড়ক অবরোধ করে কমিটি বাতিলের দাবি জানানো হয়।
এ সময় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকদ,শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জহিরুল হক জহির, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দবাশীষ ঘোষ বাপ্পী, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য সম্পাদক মুশফিকুর রহমান মশিউর, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক শাতিল মোহম্মদ তারেক, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন মন্ডল,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্রাম হোসেন জনি, আওয়ামী লীগ নেতা ডা, আবুল হোসন, বীর মুক্তিযোদ্ধা হুরমুজ আলী,সাবেক ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন, ঘাতক দালাল নির্মুল কমিটির আহবায়ক আবু সাঈদ, সুলতান মাহমুদ ছিলু, আবু বকর সিদ্দিক, মাইদুল ইসলাম নিপু প্রমূখ।
মানববন্ধনে বক্তারা, যুদ্ধপরাধী ও জামায়াত-বিএনপি পরিবারের সদস্যদের নিয়ে গঠিত পূর্নাঙ্গ কমিটি বাতিলের আল্টিমটাম দেন। আগামী ২৬ মার্চের আগে কমিটি বাতিল করা না হলে লাগাতার কঠিন আন্দোলনের ঘোষণা দেওয়ার কথাও বলেন বক্তারা।
মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২১ সালে। ১৭ মাস পর গত ১৬ ফেব্রুয়ারি জেলা কমিটি কর্তক স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফসবুকে প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর থেকে বিক্ষুব্ধ হয় উঠে আওয়ামী লীগের পদ বঞ্চিত ও ত্যাগি নেতাকর্মীরা। এর পর থেকে তারা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছেন।