মুক্তাগাছায় টিসিবির পণ্য ডিলারের পেটে বিক্ষুব্ধ জনতার গাড়ী আটক

ময়মনসিংহ প্রতিনিধি ঃ মুক্তাগাছায় টিসিবির পণ্য ডিলারের পেটেবিক্ষুব্ধ জনতার গাড়ী আটক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নে । জানাযায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বড় গ্রাম ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩টি পয়েন্টে টিসিবি পণ্য বিতরণ কালে প্রতিটি পয়েন্টেই শতাধীক করে কার্ডধারী সরকার নির্ধারিত পণ্য পায়নি।এ নিয়ে প্রতিটি পয়েন্টেই কার্ডধারীরা ক্ষুব্ধ। ১,২ ও ৩ নং ওয়ার্ডের পণ্যবিক্রির স্থান মোগলটুলা বাজার, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের পণ্যবিক্রির স্থান বাঘমারা বাজার এবং ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের টিসিবি পণ্য বিতরণের স্থান রঘুনাথপুর নতুন বাজার। রঘুনাথপুর নতুন বাজারে পন্যবিক্রির সময় ১৭০ জন কার্ড ধারী তাদের সরকার নির্ধারিত পণ্য না পেয়ে বিক্ষুদ্ধ হয়ে পণ্যবাহী গাড়ীটি আটক করে রাখে। এ সময় বিক্ষুদ্ধ কার্ডধারীরা তাদের পণ্য না পেলে গাড়ীটি ছাড়বে না বলে জানান।
সূত্রমতে, বড়গ্রাম ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডে দুস্থ ও গরীব মানুষের মাঝে ৪৭০টি টিসিবি পণ্যর কার্ড প্রদান করেন। আজ বৃহসপতিবার ইউনিয়নে র রঘুনাথপুর নতুন বাজারে ট্রাক বোঝাই করে ডিলার তার লোক দিয়ে পণ্য বিতরণের জন্য পাঠায়। লোক জন লাইনে দাঁড়িয়ে ৩০০ জন কার্ডধারী পণ্য উঠাতেই পণ্য শেষ হয়ে যায়। পরবর্তীতে লাইনে থাকা অবশিষ্ট লোকজন তাদের পণ্য চাইলে বিতরণ করতে আসা লোকজন জানায় ডিলার সিরাজুল ইসলাম তাদেরকে ৩শ জনের মালামাল দিয়ে পাঠিয়েছে আমরা তাই দিয়েছি, বাকি মালের বিষয় ডিলার জানে। উক্ত ডিলার সিরাজুল ইসলাম আজ একই ইউনিয়নের বাঘমারা ও মোগলটুলা এলাকায় টিসিবির পণ্য বিতরণ কালে অনুরুপ ভাবে কার্ডধারীদের পণ্য দেয়নি। সেখানে অনেক কার্ডধারী পণ্য না পেয়ে ফিরে গেছে। এদিকে রঘুনাথপুর এলাকায় পন্য নিতে আসা রঘুনাথপুর গ্রামের কাডধারী আলম মিয়া, শিল্পী বেগম, হাবিবুর রহমান, বানেছা খাতুন, গোলেছা বেগম, তামান্না আক্তার, আবুবকর সিদ্দিক, হবি হাজীূ, আলআমিন, মানকোন গ্রামের কালামিয়া, সিদ্দিক, সোহরাব উদ্দিনসহ শতাধিক কার্ডধারী জানান, টিসিবির পণ্য বিতরণ কালে ডিলার সিরাজ অসৎ উপায় অবলম্বন করে অনেক কার্ডধারীদের পণ্য না দিয়ে আত্মসাৎ করে কালোবাজারে বিক্রি করে নিজে লাভবান হন। এব্যাপারে ডিলার সিরাজের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, যে সব কার্ডধারী মালামাল পায়নি তাদেরকে মালামাল এনে দেয়া হবে। কার্ডধারীদের দাবী তারা এখান থেকেই মাল গ্রহন করবে। এখান থেকে ১০ কিলোমিটার দূর চেচুয়া বাজারে গিয়ে মাল আনবে না। এরিপোর্ট লিখা পর্যন্ত ক্ষুব্ধ কার্ডধারীরা রঘুনাথপুর নতুন বাজারে ট্রাক আটক করে রেখেছে বলে জানাযায়। বিক্ষুব্ধরা জানায়, অসৎ ডিলারের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ তার ডিলারসীপ বাতিল করে নতুন ডিলারের মাধ্যমে টিসিবি পণ্য বিতরণের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*