ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলার মুক্তাগাছা শহরের পয়ারকান্দি মৌজার ময়মনসিংহ টাঙ্গাইল রোডের হাসপাতালের সামনে মিন্টু মোল্লার বাড়ী ভোলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।জানাযায় মিন্টু মোল্লার পিতা ওয়াহেদুজ্জামান মোল্লা ১৯৯০ ইং সালে পয়ার কান্দি মৌজার ৩৮৯ দাগে ২১.৪৪ শতাংশ জমি সামছুল হক গংদের কাছ থেকে ক্রয় করে ৩২ বৎসর যাবৎ বাড়ীঘর ও দোকান ঘর করে ঔষধের ব্যবসা করে আসছে। অন্যদিকে তার জমি সংলগ্ন উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী জব্বারের পুত্র নজরুল গংদের কাছ থেকে ২০২১ ইং সালে জমি ক্রয় করে। সম্প্রতি আরব আলী উক্ত জমিতে বহুতল ভবন ও মার্কেট নির্মান করছে। আরব আলী তার মার্কেটের সুবিধার্থে মিন্টু গংদের জমি জবরদখলের পায়তারা করে। আজ বৃহস্পতিবার সকালে আরব আলীর নেতৃত্বে ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র শস্ত্র সাথে নিয়ে ভোলডোজার নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি ও জনমনে ভয়ভীতি সৃষ্টি করে মিন্টুর বাড়ীঘরে হামলা নগদ টাকা স্বর্ণালংকার সহ মালামাল লুটপাট করে নেয় বলে খবর পাওয়া যায় এবং ভোলডুজার দিয়ে বাড়ীঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্ততি চলছিল।
