মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিন্নত আলী জিন্নার জানাজা সম্পন।

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:
মুক্তাগাছা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জিন্নত আলী জিন্নাহ(৭৫) বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইনালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন)। মত্যুকাল তিনি স্ত্রী, ৪ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় মুক্তাগাছা নবারুন বিদ্যানিকেতন মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান দেখানোর সেখানে প্রথম জানাজা নামাজ ও বাদ জোহর তারাটিতে তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা নামাজ শেষ মরহুমের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নবারুন বিদ্যানিকেতন মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। এসময় পুলিশের একটি চৌকস টিম গার্ড অব অনার প্রদান করে। জানাজা নামাজে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং আওয়ামীলীগ নেতা মাোঃ তারেক , বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনতিক দলের নেতৃবৃন্দ প্রশাসনের কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রণিপেশার মানুষ অংশ নেন।
উল্লখ্য জিন্নত আলী জিন্নাহ মুক্তাগাছা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হিসেবে একটানা প্রায় ২৫ বছর দায়িত্ব পালন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*