রুপান্তর বাংলা ময়মনসিংহ প্রতিনিধি– ময়মনসিংহের মুক্তাগাছার কাশিমপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আবু রায়হান হাবলু (২৫) হত্যা মামলার রায়ে ২জনের যাবজ্জীবন কারাডন্ড দিয়েছে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজের চতুর্থ আদালত।
গতকাল মঙ্গলবার ময়মনসিংহ অতিরিক্ত জেলা চতুর্থ আদালতের জজ রাশেদ তালুকদার এই রায় ঘোষণা করেন। রায়ে ১নং আসামী তানভির আহাম্মদ ফরহাদ ও ২নং আসামী দুলাল মিয়াকে যাবজ্জীবন কারাডন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে।
মামলার বিবরণে জানাযায়, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মোঃ ফয়জুর রহমান তার বাড়ীর উত্তর পাশে স’মিল সংলগ্ন বিশ শতাংশ জমি ক্রয় করে ২০ বছর যাবত চাষাবাদ করে আসছিল। ২৪ জানুয়ারী/২০১৩ তারিখ বিকেল সোয়া ৪টায় বিবাদী দুলাল মিয়া ফয়জুরের জমির এক ফুট ভিতরে খুঁটি গাড়ে। এতে বাদীর বড় ভাই আঃ মজিদ প্রতিবাদ করলে পূর্ব পরিকল্পিত ভাবে তাকে দা দিয়ে হত্যার উদ্দেশ্যে এগিয়ে আসলে মজিদ দৌড়ে স’মিলে প্রবেশ করে দরজা বন্ধ করে ডাক চিৎকার দিতে থাকে। এসময় তার চিৎকারে বাদীর পুত্র আবু রায়হান হাবলু এগিয়ে আসলে আসামী তানভীর আহাম্মদ ফরহাদ হাবলুর মাথায় দা দিয়ে কুপ দেয়। এসময় বাদী ফয়জুর রহমান ও তার ভাই আঃ মজিদ এগিয়ে আসলে তাদেরকে দা দিয়ে কুপিয়ে গুরুতর ভাবে জখম করে । পরে স্থানীয় লোকজন আহত হাবলু, ফয়জুর রহমান ও আঃ মজিদকে প্রথমে মুক্তাগাছা ও পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করে। হাবলুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসক ঢাক রেফার্ড করেন। কিন্তু ঢাকা নেয়ার পথে ভালুকা নামক স্থানে সে মারা যায়। এব্যাপারে পরদিন ২৫ জানুয়ারী ২০১৩ সালে মুক্তাগাছা থানায় তানভীরসহ ৪জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে তানভীর ও তার পিতা দুলালকে অভিযুক্ত করে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে। মামলায় বাদী পক্ষের আইনজীবি ছিলেন এপিপি সঞ্জীব সরকার, অ্যাড. আলহাজ আব্দুল গফুর, অ্যাড. বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অ্যাড. মোঃ শফিউল্লাহ (সুপ্রিম কোর্ট)। বিবাদী পক্ষের আইনজীবি ছিলেন, অ্যাড. খালেকুজ্জামান।