রাঙ্গামাটি ষ্টাফ রিপোর্টার- মোঃ মোশারফ হোসেন :- “ আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনের পালিত হয়েছে জাতীয় বীমা দিবস।
বুধবার (১ মার্চ) সকালে জাতীয় বীমা দিবস দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এবং বিভিন্ন বীমা প্রতিষ্ঠান হতে প্রতিনিধিগণ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ সাইফুল ইসলাম বলেন, বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যান্য দেশে বীমা বাধ্যতামুলক হলেও দেশে এখনো এ নিয়ে মানুষের মাঝে পুর্ণ ধারণা নেই। যার কারণে মানুষ বীমা নিয়ে তেমন আগ্রহী নয়। তাই মানুষের মাঝে ভ্রান্ত ধারণা দূর করে বীমায় আগ্রহী করাতে হবে। বীমা খাতকে জনগণের সেবায় আরো বেশী নিয়োজিত করতে হবে। প্রতিটি ঘরে ঘরে একটি করে বীমা করার আগ্রহ যদি গড়ে তুলা যায় তা হলে দারিদ্র অনেকাংশে বিমোচনে ভূমিকা রাখবে। তাই বিমা সেবাকে একটি নির্ভরযোগ্য আর্থিক নিরাপত্তা বিধানের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার জন্য বিমা প্রতিষ্ঠানগুলোকে আরো নিষ্ঠা এবং পেশাদারির সঙ্গে কার্যক্রম পরিচালনার আহবান জানান।
এতে আরো বক্তব্য রাখেন আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যাঞ্চ ম্যানেজার সিরাজুল ইসলাম ও আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার (রানীর হাট শাখা) জিয়া উদ্দীন মাহমুদ চৌধুরী, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর শাখা প্রধান সুজন চৌধুরী, শহিদসহ প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ১৯৬০ সালে ১ মার্চ তৎকালীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে বীমা আইন সংশোধন করে বীমা শিল্পের উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষ গঠন করেন। বঙ্গবন্ধুর কর্মজীবনের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই দিন জাতীয় বীমা দিবস ঘোষণা করেছে সরকার।