রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১৭ মার্চ শুক্রবার সকাল ৯.৩০মিনিটের সময় রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা গণমিলনায়তনে আয়োজিত আলোচনা সভা এবং জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, বক্তৃতা এবং চিত্রাংকন প্রতিযোগিতার অংগ্ৰহন কারীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
এতে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাস, রাজস্থলী সার্কেল এসপি সাইকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু হেলাল, উপজেলা অফিসার তাজুরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুস সাত্তারসহ সাংবাদিক , সরকারি বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলি উপস্থিত ছিলেন। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন এবং শুভ জন্মদিনের কেক কাটা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে রাজস্থলী থানা পুলিশের উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেছেন।
রাজস্থলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পনের এক অংশ।