রুপান্তর বাংলা নিজস্ব সংবাদদাতা —বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন শেষ হয়েছে অনেকটা ঢিলেঢালাভাবে। শঙ্কা থাকলেও প্রয়োজনের তাগিদে দিনভর রাস্তায় বের হয়েছিলেন নগরবাসী। তবে সন্ধ্যা নামতেই পাল্টে যায় সেই চিত্র। সবার মধ্যে যেন অবরোধভীতি কাজ করে। ফলে সন্ধ্যায় রাস্তায় যানবাহন চলাচল একেবারে কমে যায়। মানুষের আনাগোনাও খুবই কম দেখা যায়।
নগরবাসী বলছেন, অবরোধে সকালে এবং সন্ধ্যায় বিএনপি-জামায়াত ঝটিকা পিকেটিং করছে। বুঝে ওঠার আগেই গাড়িতে আগুন দিচ্ছে। এতে অনেকে বিপদে পড়ছেন। এজন্য সন্ধ্যার মধ্যে প্রয়োজনীয় কাজ সেরে বাসায় ফিরে যাচ্ছেন তারা।
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর ‘ব্যস্ত সড়ক’ হিসেবে পরিচিত এমন বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। দ্বিতীয় দফা অবরোধের আগের দিন সন্ধ্যা থেকে রাত ১০টার মধ্যে রাজধানীর অন্তত চারটি স্পটে বাসে আগুনের ঘটনা ঘটে। তার মধ্যে যাত্রীবাহী বাসও ছিল। সেই শঙ্কায় আজ সন্ধ্যায় রাস্তায় গাড়ি ও মানুষের চলাচল কমেছে বলে মনে করছেন চালক ও যাত্রীরা।