সৌদি প্রবাসী শাহাদাতের স্ত্রী ১ সন্তানের জননী তামান্না বরুড়ার প্রবাসী ফেরত হাছানের সাথে উধাও

মোস্তফা কামাল মজুমদার রুপান্তর বাংলা —–কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামের মোঃ আলী আকাব্বরের ছোট ছেলে সৌদি প্রবাসী মোঃ শাহাদাত হোসেন (৩৪) এর স্ত্রী ১ সন্তানের জননী তামান্না আক্তার (২৭) হঠাৎ উধাও হয়ে যায়। গত ৩ রা সেপ্টেম্বর বেলা ১১ টায় স্বামী শাহাদাতের বাড়ি দুতিয়াপুর থেকে কাউকে কিছু না জানিয়ে ১ ছেলে সন্তানকে রেখে গোপনে বরুড়া উপজেলার শরাফতি গ্রামের আবদুল হকের ছেলে সৌদি প্রবাসী ফেরত ১ সন্তানের জনক হাছান এর সাথে পালিয়ে যায়। সৌদি প্রবাসী শাহাদাতের স্ত্রী পালিয়ে যাওয়ার সময় আড়াই ভরি স্বর্ণালংকার ও ৩ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে বাপের বাড়ি চলে যায় বলে শাহাদাতের মা কানু বিবি ও মামা মোঃ খোরশেদ মিয়া জানান।
উল্লেখ যে বিগত ১০ বছর পূর্বে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামের আলী আকাব্বরের ছোট ছেলে মোঃ শাহাদাত হোসেন এর সাথে সদর দক্ষিণ উপজেলার কালির বাজার ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের মোঃ নজির ইসলামের মেয়ে তামান্না আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ১০ বছরের সংসার জীবনে ৬ বছর বয়সের ১ টি পুত্র সন্তান মোঃ ওমর প্রথম শ্রেণী পড়ে।
সৌদি প্রবাসী শাহাদাত হোসেনের সাথে একই স্থানে কর্মস্থলের সুবাদে স্ত্রী তামান্না আক্তারের সাথে মোবাইলে পরিচয় সূত্রে সখ্যতা গড়ে উঠে।এরই সুবাদে গত ২ সাপ্তাহ পূর্বে হাছান সৌদি আরব থেকে দেশে এসেছে বলে পারিবারিক সূত্র জানা যায়।
এ ব্যাপারে সৌদি প্রবাসী শাহাদাতের মামা মোঃ খোরশেদ মিয়া বলেন, আমার ভাগিনা সৌদি প্রবাসী শাহাদাত হোসেনের স্ত্রী তামান্না আক্তার হঠাৎ কাউকে কিছু না জানিয়ে নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণ সহ পালিয়ে যায়। এ ব্যাপারে তামান্না আক্তারের বাবা মোঃ নজির ইসলাম ও মামা ইনরানকে বিষয়টি অবহিত করি। ৪ঠা সেপ্টেম্বর তামান্না আক্তারের বাবার বাড়িতে গেলে তামান্না আক্তার প্রবাসী শাহাদাতে ঘরে ফিরতে ৫ লক্ষ টাকা দাবি করেন অন্যথায় তার সংসারে আসবে না বলে জানান।
তিনি আরো বলেন, হাছানের সাথে তামান্না আক্তারে মোকাম কুমিল্লা বিজ্ঞ নোটারী পাবলিক কার্যালয়ে অবৈধ ও বেআইনি বিয়ে সম্পূর্ণ হয় বলে জানান।
2 জন লোক এবং যে টেক্সটে 'রূপান্তর বাংলা' লেখা আছে-এর একটি ছবি হতে পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*