নওগাঁ প্রতিনিধি :নওগাঁয় গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত না হলেও আরেক জনের মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত ব্যক্তি নওগাঁ’র একজন বিশিষ্ট কাপড় ব্যবসায়ী। এ নিয়ে জেলায় দু’জন-এর মৃত্যু হলো এবং দু’জনই কাপড়
ব্যবসায়ী। ঈদ উপলক্ষ্যে ব্যপকভাবে বাজার খোলা থাকার ফলশ্রতিতে বিশেষ করে কাপড় ব্যবসায়ী, দোকানের কর্মচারী এবং পরিবারের
অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১৮৪ জনকে হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৫৫ জন, রানীনগর উপজেলায় ১৬ জন, আত্রাই উপজেলায় ১৪ জন, মহাদেবপুর উপজেলায় ৯ জন, মান্দা উপজেলায় ১ জন, বদলগাছি উপজেলায় ৩ জন, পত্লীতলা উপজেলায় ১০ জন, ধামইরহাট উপজেলায় ৩৩ জন, নিয়ামতপুর উপজেলায় ১২ জন, সাপাহার উপজেলায় ৪ জন এবং পোরশা উপজেলায় ২৭ জন।
এই ২৪ ঘন্টায় কোয়ারেনটাইনে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র প্রদান করা হয়েছে ১১৩ জনকে। এ পর্যন্ত সর্বমোট কোয়ারেনটাইনে প্রেরন করা হয় ৭ হাজার ৮শ ৮২ জনকে এবং কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৬ হাজার ৯শ ২২ জনকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ৯৬০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত সর্বমোট সুস্থ্য হওয়া রোগির সংখ্যা ৮৮ জন।