জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মোন্নেপারা গ্রামের আবদুলের স্ত্রী কোহিনুর বেগম (৪০) করোনা উপসর্গ নিয়ে ১১ জুন মৃত্যুবরণ করেছেন।
১০ জুন ওই নারী নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে আসেন। নারায়ণগঞ্জে তিনি শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে। করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
স্থানীয়রা জানান, চর বাহাদুরাবাদ এলাকার মোন্নেপারার আব্দুলের স্ত্রী কোহিনূর তিন সন্তানের মা। স্বামীসহ ঢাকায় নারী শ্রমিকের কাজ করত।
ঢাকা থেকে নিজ বাড়িতে আসার পর থেকে তিনি বুকের শ্বাসকষ্টে ভুগছিলেন। ১১ জুন বেলা ১২টার দিকে তিনি মারা যান।
খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের আগে তার এবং তার দুই সন্তানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) চিকিৎসক সৈয়দ আবু আহমদ শাফী সাংবাদিকদের জানান, ওই নারী করোনার উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেছে তাই তার মৃতদেহ থেকে এবং তার দুই ছেলেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।রিপোট আসলে জানা যাবে।