করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ঝিনাইদহে আইসিইউ বেড নির্মানের জন্য ১ লাখ টাকা প্রদান করল ঝিনাইদহের বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সিও। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঝিনাইদহ পৌরসভা কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টুর হাতে এ অর্থ প্রদান করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ শামসুল আলম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংস্থার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ বদরুল আমীন, পৌর কাউন্সিলর ও পৌরসভার অনান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে শুরু থেকেই সিও সংস্থাটি কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে। তারা কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান সহ নানাবিধ মানবিক সাহায্য করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সিও সংস্থার এ-সব কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেছেন সচেতন মহল।
করোনা ভাইরাস CVD-19 প্রতিরোধে – সরকারি বিধি নিষেধ মেনে চলুন ।
“সামাজিক দূরত্ব বজায় রাখুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন”,সবাই ঘরে থাকি সুস্থ থাকি, নিজেকে রক্ষা করতে মাস্ক ব্যবহার করি !
বি:দ্র –
সবাই সাবধানে থাকি। বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করি। কারন, ঝিনাইদহে সংক্রমণ বেড়েই চলেছে। ঝিনাইদহবাসী, আমরা প্রয়োজন ছাড়া বাইরে না যাই, ঘরে থাকি।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
