নিখোজের ০৫ দিন পর আসলামের মরদেহ বুড়িগঙ্গা থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। গত (০৫ জুলাই) আনুমানিক সকাল ১০ টার সময় হাসানাবাদদের বুড়িগঙ্গায় জেলেদের জালে আটকিয়ে থাকা আসলামের লাশ উদ্ধার করেন কেরানীগঞ্জ হাসানাবাদ নৌ-পুলিশ। আসলাম ঢাকার কেরানীগঞ্জের কবুতর পাড়ার বালুর মাঠ থেকে গত (৩০জুন) নিখোঁজ হয়েছেন। আসলামের ছোট ভাই,,ইসলাম জানান, আমার ভাই আসলাম দের বছর আগে কণা নামে তার (বর্তমান স্ত্রী) কে বিবাহ করেন সম্পর্ক করে। তার বিবাহ সম্পর্কে আমাদের পরিবার অবগত ছিলো না।
আমরা ভিন্ন সূত্রে জানি সে কনা নামে এক মহিলাকে বিবাহ করেছে। এবং সংসার করে। আসলাম কেরানীগঞ্জের কদমতলীর বালুর মাঠে বাসা ভাড়া থাকতেন কথিত স্ত্রী কনাকে নিয়ে। আসলামের ভাই,,মোঃইসলাম আরো জানান,, আমি গত (০১জুলাই) ভাইয়ের কাছে কল দিয়ে তার মোবাইল বন্ধ পেয়ে ভাবীকে কল করি। তখন ভাবী আমাকে বলে আপনার ভাই গত কাল রাত ০৪ টার সময় যশোর যাবে বলে বাসা থেকে বের হয়ে যায়।তার পরথেকে আমি ও তার মোবাইলে কল দিয়ে বন্ধ পাই।দেখতেছি, বিভিন্ন দিকে খুজতেছি। আসলাম বলেন,,,, সেদিন থেকে তার কোনো খোজ পাচ্ছি না। আমরা গত(০২জুলাই) থানায় সাধারণ ডায়েরি করতে গেলে প্রশাসন আমাদের থেকে অভিযোগ মাত্র লিখে নেয়।এবং (০৩জুলাই) সাধারন ডায়েরি করতে বলেন।
এর মধ্যো ভাবীর সাথে যোগাযোগ করি।তাকে বললাম আপনি কি তাকে খুজে পেতে আইনি কোন পদক্ষেপ নিচ্ছেন??? সে (কনা) উত্তর দিলো,,,,, আমি আরো দুএকদিন পর থানায় জিডি করবো। তার থেকে বিদায় নিয়ে অন্যএকটি কাজ সেরে আমি যখন থানায় যাই, তখন দেখি সে থানা থেকে বের হয়। আমি তার সাথে কোনো কথা বলি নি। আমি যখন থানায় জিডির জন্য আবেদন করি প্রশাসন তখন আমাদের বলে আপনার ভাবি জিডি করেছে।
আপনাদের করা লাগবে না!! ! তখন আমরা চলে আসি!! আমার প্রশ্ন ঃ ১/প্রশাসন কেনো ০২ তারিখে আমার জিডি গ্রহন না করে ০৩ তারিখের কথা বললো?? ২/এবং ভাবি আমাদের সাথে এ ব্যাপারে(ভাই নিখোঁজ হয়েছে) কোন তথ্যবলী শেয়ার কেনো করলেন না?? ০৩/ প্রশাসন কেনো (০৩ জুলাই) আমার ডায়রি না নিয়ে, ভাবির ডাইরি নিলো?? ০৪/ গত (০৯জুলাই) আমি আবারো ভাই নিখোজের জন্য সাধারন ডায়েরি করতে থানায় গেলে এসআই আক্কাস আমাকে আটক করে আমি মাদক ব্যবসায়ী বলে ধমক দেয়,,আরো আজে-বাজে কথা বললো কেনো?? সে কি আমাদের ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে চায়?? ০৫/গত(১১জুলাই) আমাকে ভাইয়ের মৃত্যুর বিষয়ে এসপি স্যারের সাথে দেখা করতে হবে বলে নিয়ে যান একজন এসআই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এস আই আমাকে এসপি স্যারের রুমের বাহিরে বসিয়ে রেখে সে ভিতরে গিয়ে কিছুক্ষণ পরে বের হয়ে আমাকে আবার ফাড়িতে নিয়ে যায়।
কেনো আমাকে এমনটা করলো?? প্রশাসনের ভুমিকায় ভাটা কেনো? প্রশাসন কি এ ঘটনার সাথে জড়িত??? ০৬/ “উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ” এর ইনচার্জ যখন এস আই নাসির উদ্দিনকে কল করেন,,লাশের বর্ননা নিতে,, তখন সে নিজেকে ব্যস্ত দেখিয়ে ক্ষমা চেয়েছেন। এটা কেনো?? ০৭/ আমরা যতটুকু জানতে পারি,, কণার আগের স্বামীর সাথে সম্পর্ক জড়িয়ে রাখা নিয়ে তাদের মধ্যো চলতো ঝগড়াঝাঁটি। তাহলে প্রশ্ন তার আগের স্বামী কি এখানে জড়িত?? ০৮/ প্রশাসন কেনো ঘটনা তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নিচ্ছে না??? ০৯/ এ ব্যাপারে আসলামের কথিত স্ত্রী কনা এবং প্রশাসনের ভুমিকায় পজেটিভ কোন অপশন দেখতে পাচ্ছি না!!! কেনো??? ১০/ আমরা কি তাহলে সুষ্ঠতদন্ত ও সুষ্ঠ বিচার পাবো না??????? আসলামের বড় ভাই মোঃ আসাদ জানান,,আসলাম নিখোঁজের দুই দিন আগে আমি তাকে কল দিয়েছি। তাকে বললাম তুই(আসলাম)বাড়িতে কল দেস না আজ কয়েক দিন।
মা চিন্তা করে। তখন সে(আসলাম) বলে আমি আমার পরিবার নিয়ে খুব চিন্তায় আছি।আমার বউ(কণা) তার আগের স্বামীর সাথে প্রায়ই যোগাযোগে কথা বলে। এ নিয়ে তার সাথে আমার ঝগড়া হয়। তখন আমি বলি তুই সেখান থেকে অন্য জায়গায় চলে যা। আসলাম বলেন,,আমাদের আরো প্রশ্ন???? আমাদের সন্দেহ হয়,,যেহেতু ভাবী আমাদের সাথে যোগাযোগের আগেই থানায় গিয়ে সাধারন ডায়েরি করেছে এবং তার সাথে ঝগড়ার প্রতিশোধ নিতে তাকে কোনো প্রকারের চক্রের মাধ্যমে মেরে ফেলেছে কি না!! এটা আমরা বিশ্বাস করবো কিভাবে??? এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ হাসানাবাদ নৌ-পুলিশের এস আই মোঃনাসির উদ্দিন জানান,,গত (০৫ জুলাই) কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীতে জেলেদের জালে আটকিয়ে থাকা অঙ্গতনামা এক ব্যাক্তির লাশ।
জেলেরা ফাড়িতে জানালে,,,আমরা গিয়ে লাশটি থানায় নিয়ে আসি। মোঃ ইসলাম নামে একজন তার ভাই হারিয়ে গিয়েছে এই মর্মে আমাদের কাছে সাধারন ডায়েরি করতে আসায় আমরা অঙ্গতনামা লাশটি দেখতে দেই। তারা তাদের লাশ নিশ্চিত করেছে। প্রশাসনের উদাসিনতা দেখে আসলামের পরিবার ক্ষোভ প্রকাশ করেছে। প্রশাসনের কাছে আসলামের পরিবারের দাবি,, সুষ্ঠতদন্তের মাধ্যমে আসলামের হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানা অসির মুঠো ফোনে, বারবার কল করেও সংযোগে পাওয়া যায়নি