দেওয়ানগঞ্জ প্রতিনিধি- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ৮নং সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয় ১৮ জুলাই শনিবার সকালে। বিট পুলিশিং কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম। তিনি বলেন জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার জন্যই এই কার্যক্রম। দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, জঙ্গিবাদ -সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সকলকে সহায়তা করার জন্য আহ্বান জানান। তিনি আরো বলেন দেওয়ানগঞ্জ ইউনিয়নের লোকজনকে পুলিশের সেবা পেতে থানায় যেতে হবে না।
ইউনিয়ন পরিষদ কার্যালয় বিট অফিসার এস আই ফয়সাল এর মাধ্যমে সকল প্রকার পুলিশি সেবা পাওয়া যাবে,এবিষয়ে এলাকার সুধীমহলও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ সামিউল হক সভাপতিত্ব করেন।
দেওয়ানগঞ্জ ইউনিয়নের সকল ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য, সকল গ্রাম পুলিশ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, সম্মানিত সুধীজন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস প্রতিরোধে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ প্রদান করা হয়।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
