নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁ জেলায় নতুন করে ৩ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ৩ ব্যক্তি নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৫ জন-এ। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১২৮ জনকে।
এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৪২ জন, রানীনগর উপজেলায় ১ জন, আত্রাই উপজেলায় ১৫ জন, মহাদেবপুর উপজেলায় ১৪ জন, মান্দা উপজেলায় ৮ জন, বদলগাছি উপঝেরায় ৮ জন, ধামইরহাট উপজেলায় ১২ জন, নিয়ামতপুর উপজেলায় ৮ জন, সাপাহার উপজেলায় ১৬ জন এবং পোরশা উপজেলায় ৪ জন। এ সময় সাবেক এমপি ও প্রবীন রাজনীতিবিদ ওহিদুর রহমানসহ ৩ জন সুস্থ্য হয়েছেন।
এ পর্যন্ত জেলায় সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা ৯২২ জন। গত ২৪ ঘন্টায় নওগাঁ জেলায় কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২ জন এবং বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ৮৪২ জন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
