গাজীপুর প্রতিনিধিঃ- পংকজ পি এস. গাজীপুরের, কালীগঞ্জে, নাগরী ইউঃ ( নাগরী বাজার- নাগরী ডায়াগনস্টিক সেন্টার সফলতার একধাপ এগিয়ে রয়েছে । বিবিসি বাংলা টিভি এর উপস্থিতিতে জানা যায় নাগরী ডায়াগনস্টিক সেন্টারে শুধু নাগরী ইউনিয়নবাসীর জন্য বড়ই সুখবর ও সুবিধাজনক। নাগরী ইউঃ এর অধিকাংশ লোকই এখন নাগরী ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা- নীরিক্ষা করে থাকেন।
এখানে (আল্ট্রাসনোগ্রাম) ( ব্ল্যাড টেস্ট ) (এক্স- রে ) সহ আরও জটিল ও কঠিন রোগের সঠিক পরীক্ষা সহ এম. বি. বি. এস ডাক্তারগন রোগীর সেবা দিয়ে থাকেন। নাগরী ইউঃএর আওতাধীন রয়েছে নাগরী, পানঞ্জোরা , উলুখোলা, চুয়াড়ীখোলা, বান্দাখোলা, মিশন, আরও অন্যান্য আশেপাশের এলাকা থেকে অধিকাংশ লোকজনই চিকিৎসা সেবা নিয়ে থাকেন ।
তাই আপনিও আর দেরি না করে সু চিকিৎসার জন্য দূরে কোথাও না গিয়ে চলে আসুন নাগরী ডায়াগনস্টিক সেন্টারে। এসে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় চিকিৎসা। সময় কম লাগবে সময় বাচঁবে রোগীর কষ্ট ও কম হবে। তাই বিনয়ের সাথে বলা হচ্ছে নাগরী ইউঃবাসী দূরে কোথাও না গিয়ে আপনারা সুচিকিৎসা নিতে পারবেন এখন থেকে এই নাগরী বাজারে নাগরী ডায়াগনস্টিক সেন্টারে । সকলের সুস্বাস্থ্য কামনা করছি। চিকিৎসা নিন সুস্থ্য থাকুন ভালো থাকুন। ধন্যবাদ নাগরী বাসীকে।