ফুলবাড়ীয়া ৪নং বালিয়ান ইউনিয়ন উপ-নির্বাচন স্বতন্ত্রপ্রার্থী শামীমা খাতুন নির্বাচিত

ময়মনসিংহ থেকে সিরাজুল হক সরকার: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়নে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শামীমা খাতুন আনারস প্রতীক বিজয়ী হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বালিয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান সরকারের অকাল মৃত্যুতে এ পদটি শূূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক ২০ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করেন। গত ২৩ সেপ্টেম্বর নমিনেশন দাখিলের শেষ তারিখ ছিল।

উক্ত তারিখে ৮ জন নমিনেশন দাখিল করলেও পরবর্তীতে ২জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। পরবর্তীতে ৬ জন প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ প্রার্থী মোঃ মফিজ উদ্দিন মন্ডল নৌকা, বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মিজানুর রহমান পলাশ ধানের শীষ, জাসদ প্রার্থী আল-আমীন জুয়েল মশাল,

স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে,সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান সরকারের পত্নী শামীমা খাতুন আনারস, মোঃ মুসা মন্ডল ঘোড়া, মোঃ শফিকুল আলম চশমা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেন। ইউনিয়নে ১০টি কেন্দ্রে পুরুষ-মহিলা মিলিয়ে মোট ভোট সংখ্যা ২৭,৪০৪।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শামীমা খাতুন আনারস প্রতীক ৮,০৭৫ ভোট পেয়ে বেসকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান পলাশ ধানের শীষ প্রতীক ৪,৩৪৫ ভোট পান। ৩১২১ ভোট পেয়ে নৌকার প্রার্থী মোঃ মফিজ উদ্দিন মন্ডল ৩য় স্থানে রয়েছেন।