দেওয়ানগঞ্জে স্কুল মাদ্রাসার শিক্ষকদের দু’দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন 

দেওয়ানগঞ্জ প্রতিনিধি ঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায়  শিক্ষার্থীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে দেওয়ানগঞ্জ অনলাইন স্কুল এবং ক্লাস রেকডিং এডিটি, আপলোড এবং বিভিন্ন সফটওয়্যার ব্যবহার বিষয়ে শিক্ষকদের দুই দিনব্যাপী ইন হাউজ প্রশিক্ষণ শুরু হয়েছে ২১ অক্টোবর বুধবার থেকে চলবে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত  দেওয়ানগঞ্জ  সরকারি একেএম ডিগ্রী কলেজে।
দেওয়ানগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সোলায়মান হোসেন। বিশেষ অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ সরকারি এ কে এম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন-অর-রশিদ।
দেওয়ানগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  দেওয়ানগঞ্জ  উপজেলা পরিষদের  চেয়ারম্যান সোলায়মান হোসেন,  দেওয়ানগঞ্জ  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, দেওয়ানগঞ্জ উপজেলা কালের কণ্ঠের সাংবাদিক তারেক মাহমুদ তালাশ।সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল  ভদ্র। দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে প্রধান শিক্ষক সহ একজন  সহকারী  শিক্ষক অংশ নেন।