নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার ৫নং বিশা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লার উপরে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা কারী তোফা সহ তার বাহিনীর সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিশা ইউনিয়নের সাধারন জনগন।
রোববার দুপুরে আত্রাই উপজেলায় অনুষ্টিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম বাদল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আফসার আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, উপজেলা ছাত্র
লীগের সাধারন সম্পাদক সোহান, মহিলা নেত্রী জাহেদা বেগম, মসনদ মাহমুদ সৌরভ, সাকিম উদ্দীন প্রামানিক, বিশা ইউনিয়ন যুব লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান সিপন প্রমুখ।
বক্তরা অবিলম্পে তোফা সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।