চাইথোয়াইমং মারমা, রাংগামাটিঃ রাজস্থলী উপজেলার এগ্রোইকোলজি প্রকল্প, ও আশিকার যৌথ উদ্যোগে দারিদ্র বিমোচনে হতদরিদ্র পরিবারকে স্বাভলম্ভী করে তোলার লক্ষে বিভিন্ন পাড়ার ১৪৭ জন কৃষককে প্রতি জনকে ১৩ কেজি করে সর্বমোট ১৯১১কেজি দেশি আলু বিতরণ করা হয়।মুজিব বর্ষে সকল মানুষ কে স্বাভলম্ভী করে তোলার লক্ষে উপজেলায় ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় এই বিতরন কার্যক্রম চালানো হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার হাসিবুল হাসান, মোঃফরহাদ আজিম,জুনিয়র কর্মসূচি কর্মকর্তা(রিপোর্টিং,মনিটরিং ও রিসার্চ), এগ্রো-ইকোললজি প্রকল্প,কারিতাস,বান্দরবান,সাধন কৃঞ্চ চাকমা কর্মকর্তা,এগ্রো- ইকোলজি প্রকল্প,কারিতাস,রাজস্থলী, দীপংকর চাকমা,প্রজেক্ট অফিসার, আশিকা এবং সুবিধা ভোগী কৃষক কৃষাণীগণ।