রিয়াজুল ইসলাম, দেবহাটা, সাতক্ষীরাঃ দেবহাটার উপজেলার সখিপুর ইউনিয়নের নারকেলি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের জুতাপেটায় পিতা-কন্যা আহত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, নারকেলি গ্রামের রাখাল কাপালির পুত্র নবকুমার ওরফে ( মিনা) সন্ত্রাসী কায়দায় একই গ্রামের নিরীহ অসহায় বিপিন কুমার মন্ডল, স্ত্রী রত্না মন্ডল ও তার স্কুলপড়ুয়া কন্যা জ্যোতিমন্ডল কে নির্মমভাবে অমানুষিক নির্যাতন ও জুতাপেটা করেছে।
ইউপি সদস্য জগন্নাথ মন্ডল এর যোগাযোগ ও অসহযোগিতায় প্রতিপক্ষরা নিরীহ পরিবারকে মারপিটের ঘটনায় এলাকায় দারুণ ক্ষোভের সৃষ্ঠি হয়েছে।বিপিন মন্ডল তাদের ভয়ে দুই দিন যাবত গৃহ বন্দি থাকার পর, দয়ালের বাড়িতে প্রসাদ খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে তার চলার গতি রোধ করে বেধড়ক মারপিট করতে থাকে এক পর্যায় তার স্ত্রী ওকন্যা ছুটে আসলে তারাও শেষপর্যন্ত রক্ষা পায়নি।
এমনকি নবকুমার পায়ের জুতা খুলে রত্না ওজোতি কে জুতা পিটা করে এবং মেয়ের জামা কাপড় ছিঁড়ে ফেলে।থেমে থাকেনি নবকুমারের সাথে থাকা বিথি,সুফল, সন্দীপ, দয়াল বদ্ধু,অরবিন্দু ওসমির মিলে বিপিন কুৃমার গংদের মারতে মারতে নির্জন সাইক্লোন সেন্টারে নিয়ে যায়। সেখানে ও মারপিট,হুমকি ধামকি দেয়।ঘটনার বেগতি দেখে অন্য ওয়ার্ডের মেম্বর ও কতিপয় ছুটে আসলে নবকুমার গংরা চলে যায়।
বিপিন কুৃমার মন্ডল ওতার কন্যা জোতি মন্ডল গুরুতর আহত অবস্হায় গত চার দিন যাবত সখিপুর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। তারা আজও কোন সু বিচার পায়নি। বিষয়টি ভুক্ত ভোগিরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
