দেওয়ানগঞ্জ প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় জামালপুর দেওয়ানগঞ্জের (বাকাসস ) বাংলাদেশ কালেক্টরেক্ট সহকারি সমিতি এর পুর্ণ দিবস কর্মবিরতি চলছে। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই কর্মবিরতি চলছে । পদবি পরিবর্তন গ্রেড উন্নীত করার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মবিরতি পালিত হচ্ছে । সকল বিভাগীয় কমিশনার , জেলা প্রশাসকের কার্যালয় , উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় , সহকারি কমিশনার ভূমির কার্যালয়ে এই মাসের ১৫ তারিখ থেকে বিরতি দিয়ে দিয়ে একযোগে এই কর্মবিরতি পালিত হচ্ছে এই মাসের ৩০ তারিখ পর্যন্ত এই কর্ম বিরতি পালিত হবে ।
আজ দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় দেওয়ানগঞ্জ সহকারি কমিশনার ( ভূমি ) অফিসে চলছে কর্মবিরতি সারাদিন কর্মব্যাস্ত সময় পার করা কর্মচারী ,কর্মকর্তাদের অসল সময় পার করতে দেখা যায় । তাদের দাবী ২০০১ সাল থেকে আমরা আমাদের দাবী সরকারের উচ্চ মহলে জানিয়ে আসছি কিন্ত আমাদের দাবীর প্রতি অবহেলা আর অগ্রাহ্য ভাব দেখানো হয়েছে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তাই আমরা বাধ্য হয়ে এই কঠোর কর্মসূচি দিয়েছি । আমাদের দাবী মানা না হলে কেন্দ্রীয়ভাবে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে ।
দেওয়ানগঞ্জ সহকারি কমিশনার ( ভূমি ) কার্যালয়ে কর্মরত অফিস সহকারি মোঃ জাকির হোসেন কালের কন্ঠকে জানান, কৃষি , অডিট , পুলিশ সহ ২০ থেকে ২১ টি অধিদপ্তরের তৃতীয় শ্রেণীর সকল পদবী এবং গ্রেড পরিবর্তন হওয়ায় সারা দেশের আমাদের মত মাঠ প্রশাসনের তৃতীয় শ্রেণীর পদ পদবী পরিবর্তন অথবা সচিবালয়ের ন্যায় নিয়োগ বিধি প্রস্তুত করা সময়ের দাবী কিন্ত বার বার সেই দাবী অগ্রাহ্য করা হচ্ছে । কর্মবিরতি পালন কারিরা জানান আমাদের দাবী দাওয়া বাস্তবায়ন করা হলেই আমরা কাজে ফিরে যাব ।
এদিকে পূর্ণ কর্মবিরতি পালিত হওয়ায় ভূমি সেবা গ্রহীতারা চরম বিপাকে পরেছেন দুর দুরান্ত থেকে অনেকে এসে ফিরে গেছেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
