জেলা প্রতিনিধিঃ- গাজীপুরের, কালীগঞ্জে , জামালপুর ইউঃ এর অসহায় গরীব- দুঃখী- ও সাধারণ মানুষের উন্নত জীবন গড়ার লক্ষ্য নিয়ে কাজ করতে চান উপজেলা আওয়ামী লীগের সম্মানিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব মোস্তফা কামাল।
তিনি আরও বলেন জামালপুর ইউনিয়নের অসহায় গরীব -দুঃখী – মানুষের পাশে আগেও ছিলাম এখনো আছি এবং সবসময় থাকবো । জামালপুর ইউঃ এর বেকার সমস্যা সমাধান ও কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে আগামী দিনগুলোতে কাজ করতে চাই। এই মহামারী করোনা পরিস্থিতিতে ও অনেক পরিবারকে দেওয়া হয়েছে আর্থিক প্রনোদনা।
আগামী দিনগুলোতে যেন এই ভাবেই মানুষের উন্নয়নে কাজ করতে পারি এই আশাই করবো। তিনি আরও বলেন আমার প্রিয় নেত্রী মেহের আফরোজ ( চুমকি) এমপির নির্দেশনা নিয়েই আগামী পথ চলায় এগিয়ে যেতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় এই সাধারণ মানুষের পাশে থেকে জামালপুর ইউঃ এর উন্নয়নে কাজ করে যেতে পারি।
তার পর মাননীয় সংসদ সদস্য জনাব মেহের আফরোজ (চুমকি) এমপি’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য সমাপ্তি করেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
