মেহেরপুরে দালাল পেটালো গোয়েন্দা সংস্থার ফিল্ড অফিসারকে

রিপোর্ট রূপান্তর বাংলা –মেহেরপুর বিআরটিএ অফিসে সরকারি গোয়েন্দা সংস্থার (এনএসআই) ফিল্ড অফিসার রাজু আহমেদকে পিটিয়েছে বিআরটিএ অফিসের চিহ্নিত দালাল নজরুল ইসলাম। গত শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
সরকারি গোয়েন্দা সংস্থার (এনএস আই) ফিল্ড অফিসার রাজু আহমেদ বলেন, ‘বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতিতে সরকারি ছুটির দিনে অফিস খুলে অফিসিয়াল কার্যক্রম চালাচ্ছিল চিহ্নিত দালাল নজরুল ইসলাম। সে বিভিন্ন ব্যক্তিকে ফিঙ্গার প্রিন্ট দেবার নির্দিষ্ট তারিখের আগে ডেকে নিয়ে তাদের ফিঙ্গার প্রিন্ট নিচ্ছিল। এ সংবাদ পেয়ে আমি বিআরটিএ অফিসে যেয়ে এর সত্যতা পায়। নজরুল ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে নজরুল ইসলাম আমার ওপর চড়াও হয়ে আমাকে মারধর করে পালিয়ে যায়।’
বিআরটিএ ইন্সপেক্টর জিয়াউর রহমান বলেন, ‘আসলে আমাদের লোকজন কম, তাছাড়া করোনাকালীন দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকায় আমরা চাপ কমাতে বন্ধের দিনও কাজ করছি।’ তিনি বহিরাগত চিহ্নিত দালাল নজরুল ইসলামের বিষয়টি স্বীকার করে বলেন, ‘তাকে এসে আমি বের করে দিয়েছি। আজকের অপ্রিতিকর ঘটনার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।’