ঝিনাইদহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। শিশু একাডেমির আয়োজনে রবিবার সকাল সাড়ে ১১টায় একাডেমি মিলনায়তনে এ কর্মসূচি অনষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মনজুর আলম। অনুষ্ঠানে আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
