রিপোর্ট রুপান্তর বাংলা- গাজীপুরের মনিপুরে স্ত্রী রেহেনাকে সাত টুকরো করলো পাষন্ড স্বামী জুয়েল।
রবিবার মনিপুরের বিভিন্ন স্থান থেকে রেহেনা আক্তারের সাত টুকরা মরদেহের উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ।
জানা গেছে, গত দুই বছর আগে বাড়ী থেকে পালিয়ে জুয়েলকে বিয়ে করেন রেহানা আক্তার।
বিয়ের পর সুনামগঞ্জ থেকে এসে তারা গাজীপুরের মনিপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।
জানা গেছে, সুনামগঞ্জ জেলার বিশ্বাম্ভরপুর থানার পলাশ ইউনিয়নের বাতেন এর ছেলে জুয়েল,এবং রেহানা একই এলাকার আবদুল মালেকের মেয়ে।
গেলো বৃহস্পতিবার সাংসারিক কলহের এক পর্যায়ে টয়লেটের দরজা আটকে আত্মহত্যা করে রেহানা। পরে স্বামী জুয়েল ফেসে যাওয়ার ভয়ে স্ত্রীর লাশ সাত টুকরা করে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক নাজমুল হুদা জানান, ওই এলাকার স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যাই আমরা। এবং নিহতের স্বামীকে আটক করা হয়। এই ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।,,,,
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
