দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কবিরপুর গ্রামের সি আর মামলার সাজা প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। ২৪ মার্চ বুধবার ইনচার্জ জোহায়ের হোসেন খান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সি আর মামলার সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃ শাকিল আহম্মদ পিতা- মৃত আঃ রাজ্জাক সাং- কবিরপুর থানা দেওয়ানগঞ্জ, জেলা- জামালপুরকে নরসিংদি জেলার মাদবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোঃ শাকিল আহম্মদকে দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
