বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের গুলিতে ৫জন নিহত,মানুষ মুনাফার বলি হবে আর কতকাল

বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের গুলিতে ৫জন নিহত,মানুষ মুনাফার বলি হবে আর কতকাল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে নির্মিতব্য দেশের আলোচিত ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক এস. আলম গ্রুপের “এসএস পাওয়ার প্ল্যান্ট” বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক-পুলিশ-গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত পাঁচজন শ্রমিক নিহত হয়েছেন৷ আহত অনেক শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছেন৷

শনিবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে ১৩২০ মেগাওয়াটের ‘এসএস পাওয়ার প্ল্যান্টে’ এ সংঘর্ষের ঘটনা ঘটে৷ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিউর রহমান মজুমদার ৪জন শ্রমিকের মৃত্যুর খবর সাপ্তাহিক রুপান্তর বাংলাকে নিশ্চিত করেছেন। এছাড়া আহত ১২ জনকে আনা হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ হতাহতদের অধিকাংশই গুলিবিদ্ধ ছিলেন বলে জানান তিনি৷

আহতদের একজন পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে সাপ্তাহিক রুপান্তর বাংলাকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শিলব্রত বড়ুয়া৷ আহতরা হলেন, শাকিল (১৯), আমিনুল ইসলাম (২৫), দিদার (২১), বিল্লাল (২৬), আযাদ (১৮), মিজান (১৮), কামরুল ইসলাম (২৬), শিমুল (২৮), শহিদুল ইসলাম (২৩), ও হাবিবুল্লাহ (২০)। এই ঘটনায় বাঁশখালী থানার পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন বলে জানান বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম৷ এদিকে, সংঘর্ষে ৫জন শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে এলাকাবাসীসহ হাজার হাজার মানুষ পুরো বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে রেখেছে। বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থানে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ শ্রমিকরা।