দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ শনিবার আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, বিশ্বে আজ আন্তর্জাতিক মে দিবস উদযাপিত হচ্ছে। এরফলে সরকারি ছুটি থাকায় বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে দুই দেশের পরিবহন শ্রমিক, মালিক ও ব্যবসায়ীরা পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আগামীকাল রবিবার থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
