যাত্রাবাড়ী প্রতিনিধিঃ রাজধানীর কদমতলী থানা পুলিশের অভিযানে জুরাইন বিক্রমপুর প্লাজা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি গেরেজ থেকে শাহেব আলী(৪৫) নামে একজন কে আটক করে কদমতলী থানা পুলিশ।
আটককৃত শাহেব আলী পিতা মৃত ইমান আলী, সাং পুর্ব কদমতলী জুরাইন কবি নজরুল ইসলাম লেন জব্বারের গলি, থানা কদমতলী, ঢাকা সাহেব আলী এর দেহ তল্লাশি করে হাফ প্যান্টের পকেট হইতে সর্বমোট ২০(বিশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে এস আই এমাদুল হক,সঙ্গীয় ফোর্স এএস আই নজরুল ইসলাম।
এই বিষয়ে কদমতলী থানায় মামলা হয়েছে যার নং ১১৫৮/২০২১। আজ সোমবার আসামী কে আদালতে পাঠানো হয়েছে।