বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে গনমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্যে দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার রিজাউল করীম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার সুব্রত দাস, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সাবেক সভাপতি, আহসানুল করীম, বাবুল সরদার, আহাদ উদ্দীন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, আলী আকবর টুটুল, মাহফুজুর রহমান, সাংবাদিক নকীব সিরাজুল হক, শেখ আজমল হোসেন, মোয়াজ্জেম হোসেন মজনু, ইয়ামিন আলী প্রমুখ।
বক্তারা বলেন, বাগেরহাট জেলায় সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধির কোনো বালাই নেই। এছাড়া করোনা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্য সেবা দেওয়ার ক্ষেত্রেও স্বাস্থ্য বিভাগ উদাসীন। ফলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে সাধারণ রোগীদের। শুধু করোনা উপসর্গ নিয়ে আসা রোগী নয়, অন্যান্যে রোগীরাও বঞ্চিত হচ্ছেন স্বাস্থ্য সেবা থেকে। চিকিসক সংকট দেখিয়ে বেশিরভাগ রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে খুলনা মেডিকেলে। ফলে বেশি সমস্যায় পড়ছেন নিম্ন আয়ের মানুষেরা। তারা আরো বলেন, বর্তমান করোনা পরিস্থিতির অবনতি রোধে সকলের সমন্বয়ে এখন-ই কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসন বিভিন্ন উদ্যেগ নিয়েছে। প্রতিটি উপজেলায় জন সচেতনতা বৃদ্ধিতে মাইকিং, লিফলেট, মাস্ক বিতরণসহ মসজিদে মসজিদে প্রচারণা চালানো হচ্ছে। প্রয়োজনে আমরা আইনও প্রয়োগ করছি। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সচেতনতা সৃষ্ঠির পাশাপাশি জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
