ঈদ মোবারক * ঈদ মোবারক * ঈদ মোবারক
আসছে পবিত্র ঈদুল আযহা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি আজ স্তব্ধ হয়ে গেছে, বৈশ্বিক মহামারী করুণায় স্তব্ধ হয়ে গেছে পৃথিবী।করোনার তীব্রতায় দেশ কাঁপছে। চলছে লকডাউন। বৈশ্বিক এই মহামারিতে ঈদুল আযহা উৎসব উদযাপন ম্লান হয়ে গেছে।
ধর্মীয় এই কৃষ্টি তবুও আমাদের পালন করতে হবে। আমরা পালন করব। স্বাস্থ্য বিধি মেনে ,শারীরিক দূরত্ব বজায় রেখে অত্যন্ত সচেতন ও তার সাথে এই উৎসব পালন করার জন্য “নিউজ বিবিসি বাংলা টিভি ও সাপ্রূতাহিক পান্তর বাংলা” পত্রিকা পরিবারের সকল সদস্য আত্মীয়-স্বজন তথা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নিউজ বিবিসি বাংলা টিভি’ র সম্মানীত উপদেষ্টা কবি গুল আফরোজ আহমেদ।
তিনি এক অডিও বার্তায় ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য কামনা দেশবাসীকে স্বাস্থ্য সচেতনতা মেনে চলার বিনীত আহবান জানান। ঈদ উত্তর সার্বিক লকডাউন এ সকলকে ঘরে থাকার পরামর্শ দিয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ জানান ।
ঘরের বাহিরে মাস্ক ব্যবহার করারও আহ্বান জানান। দেশের সকল মানুষের সুসাস্থ্য ও উন্নত জীবন কামনা করে ঈদের শুভেচ্ছা “ঈদ মোবারক” জানিয়েছেন।।