ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ একজন আসামী গ্রেফতার

বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কে এম আরিফুল হক (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আবু সাঈদ মোঃ খায়রুল আনাম এর নেতৃত্বে ফকিরহাট মডেল থানার চৌকস অফিসার ফোর্স মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ১। জনি মৃধা (২০), পিতা-তোবারেক মৃধা, মাতা-মেহেরুন্নেছা , সাং-ষোলশত (রঘুনাথপুর), থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুরকে ইং-১৪/০৯/২১ তারিখ অত্র থানার পাগলা শ্যামনগর গ্রামস্থ জনৈক মোঃ জসীম উদ্দিন (৪০), পিতা-মোঃ আওয়াল শেখ এর ভাড়াটিয়া আসামী জনি মৃধা (২০) এর বসত বাড়ীর উত্তর পাশে পাঁকা রাস্তার উপর হইতে ৫৫ (পঞ্চান্ন)গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। নিয়মিত মামলা রুজুর পর বিজ্ঞ আদালতে প্রেরন।
আসামীর নাম ও ঠিকানা
১। জনি মৃধা (২০), পিতা-তোবারেক মৃধা, মাতা-মেহেরুন্নেছা , সাং-ষোলশত (রঘুনাথপুর), থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর।
3 জন লোক, লোকেরা দাঁড়িয়ে আছে এবং টেক্সট-এর একটি ছবি হতে পারে